অশ্বিনী কুমার দত্তর নামকরন করার জোর দাবী জানিয়েছেন ট্রেড ইউনিয়ন
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বরিশাল জেলা কমিটির নেতৃবৃন্দ এক বিবৃতিতে সরকারী বরিশাল কলেজের নাম পরিবর্তন করে অশ্বিনী দত্তের নামে নামকরন করার দাবী জানিয়েছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এতদাঞ্চলে শিক্ষা বিস্তারে অশ্বিনী দত্তের ভূমিকা আকাশ চুম্বি। অবহেলিত এই জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি প্রাণপন চেষ্টা করেছেন।
শেষ পর্যন্ত তিনি তার বসতবাড়িটাকেও শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে তুলেছেন। অনেক আগেই তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে কলেজটি অশ্বিনী দত্তের নামে নামকরণ করা উচিত ছিল। কৃতজ্ঞতাবোধের অভাবেই হয়তো এতোদিনে আমরা তা করতে পারিনি।
মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এখন ক্ষমতায়। শিক্ষাকে যখন একটি সম্মানজনক অবস্থায় পৌছানোর জন্য শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তখন একটি গোষ্ঠী অশ্বিনী দত্তের নামে নামকরণ করা নিয়ে বিতর্কের চেষ্টা চালাচ্ছে। এই গোষ্ঠীটিকে অসাম্প্রদায়িক বলার কোন কারণ নেই। অশ্বিনী দত্তের বাড়ির অনেক জায়গাই বেহাত হয়ে আছে।
অবিলম্বে বেহাত হওয়া জমি উদ্ধার এবং বরিশাল কলেজের নাম পরিবর্তন করে অশ্বিনী দত্তের নামে নামকরার করার জোর দাবী জানিয়েছেন নেতৃবৃন্দ। এই আন্দোলনে বরিশালের সমস্ত সচেতন নাগরিকের ঐক্যবদ্ধতা কামনা করা হয়।
বিবৃতিদাতারা হলেন, সভাপতি এম এ জলিল, সহ-সভাপতি স্বপন দত্ত, সাধারণ সম্পাদক এ্যাড. এ কে আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন মোল্লা, তুষার সেন, প্রযুক্তি বিষয়ক সম্পাদক অপূর্ব গৌতম প্রমুখ।